Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান Purba Bardhaman: বিরোধী শূন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ, ফের দখলে তৃণমূলের

Purba Bardhaman: বিরোধী শূন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ, ফের দখলে তৃণমূলের

টিএসপি বাংলা ওয়েবডেস্ক: বিরোধী শূন্য করে ফের পূর্ব বর্ধমান জেলা পরিষদ (Purba Bardhaman Zilla Parishad) দখলে রাখল তৃণমূল কংগ্রেস। ৬৬টি আসন বিশিষ্ট পূর্ব বর্ধমান জেলা পরিষদের সবগুলি আসন তৃণমূল কংগ্রেসের দখলে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। প্রথম পর্বে শুরু হয় গ্রাম পঞ্চায়েতের গণনা। পূর্ব বর্ধমান জেলার মোট গ্রাম পঞ্চায়েত ২১৫টি।

Purba Bardhaman Zilla Parishad

বুধবার সকালে পাওয়া নির্বাচন দপ্তর এর পরিসংখ্যান অনুযায়ী এই নির্বাচনের ফলাফল হিসেবে তৃণমূল কংগ্রেসের দখলে ২০৮ টি গ্রাম পঞ্চায়েত। বিজেপির দখলে ৩ টি এবং সিপিএমের দখলে ১টি গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু হয়েছে ৩টি গ্রাম পঞ্চায়েত।

নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে সিপিআইএম দখল করেছে রায়না-১ ব্লকের পলাশন গ্রাম পঞ্চায়েত। বিজেপির দখলে পূর্বস্থলী-২ ব্লকের পাটুলি, ঝাউডাঙ্গা এবং কালেখাতলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু হয়েছে গলসি-২ ব্লকের গহগ্রাম, সাঁকো ও গলসি গ্রাম পঞ্চায়েত।

অন্যদিকে জেলার ২৩টি পঞ্চায়েত সমিতি দখলে রাখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলার ২৩টি পঞ্চায়েত সমিতির মোট আসনসংখ্যা ৬৪০টি। যার মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করেছে ৬১৩টি আসন, বিজেপি দখল করেছে ১৫টি আসন এবং সিপিআইএমের দখলে ১১টি আসন। প্রার্থীর মৃত্যুর কারণে মন্তেশ্বর ব্লক এলাকায় একটি আসনে নির্বাচন হয়নি।

Exit mobile version