Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান ‘BJP সাংসদ ও জেলা সভাপতি হটাও’, পোস্টার বর্ধমান শহরের নানা এলাকায়, তুঙ্গে...

‘BJP সাংসদ ও জেলা সভাপতি হটাও’, পোস্টার বর্ধমান শহরের নানা এলাকায়, তুঙ্গে রাজনীতি

টিএসপি বাংলা ওয়েবডেস্ক: বিজেপি সাংসদ ও জেলা সভাপতির নাম এর পোস্টার বর্ধমান শহরের বিভিন্ন এলাকায়। পোস্টারের উপর লেখা “ভারত মাতা কি জয়। এস এস আলুওয়ালিয়া (সাংসদ) ও অভিজিৎ তাঁ (জেলা সভাপতি) জুটি হটাও। বর্ধমান জেলা (পূর্ব) বিজেপি বাচাও“।

বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় জেলাশাসকের দপ্তরের দেওয়াল থেকে শুরু করে বীরহাটা, উল্লাস মোড় সহ বেশকিছু এলাকায় এই পোস্টার পরে। এর আগেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়ার নামে নিখোঁজ পোস্টার পড়েছিল শহর জুড়ে। জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাঁ -এর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পরেছিল শহরে।

বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় পোস্টার।
বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় পোস্টার।

এবার দেখা গেল সাংসদ ও জেলা সভাপতির জুটি হটাও পূর্ব বর্ধমান জেলা বিজেপি বাঁচাও পোস্টার। বৃহস্পতিবার এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কিন্তু এই পোস্টার কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।

রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন “এই পোস্টার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ। সারা পশ্চিমবঙ্গে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও পূর্ব বর্ধমান জেলায় বিজেপি তৃতীয় স্থানে রয়েছে। তাই দলের নিচু স্তরের কর্মীদের প্রথম থেকে একটা ক্ষোভ ছিল দলের নেতৃত্বের উপর। ওদের দলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে এর থেকে তা প্রমাণ হয়। পঞ্চায়েত নির্বাচনে নেতৃত্ব ব্যর্থ। তাই ব্যর্থতা তুলে ধরে তাদের কর্মীরা পোস্টার মেরেছে। পূর্ব বর্ধমানে বিজেপির সংগঠন বলে কিছুই নেই”।

Exit mobile version