Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের

"একটি বিশেষ রাজনৈতিক দলের ইন্ধনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে" অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিলে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ।

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, শনিবার, ১২ আগস্ট ২০২৩, বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও মৃত ছাত্র স্বপ্নদ্বীপ -এর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোরতম শাস্তির দাবিতে এবার পথে নামল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শনিবার গোলাপবাগের বিধানচন্দ্র স্ট্যাচু থেকে রাজবাড়ী পর্যন্ত মিছিল করা হয়। মিছিলে পা মেলায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের অভিযোগ একটি বিশেষ রাজনৈতিক দলের ইন্ধনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার ভোরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যু হয়। “র‌্যাগিংয়ের কারণে মৃত্যু” অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্র স্বপ্নদীপ -এর বাবা রমাপ্রসাদ কুণ্ডু। খুনের অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

এরপরই ছাত্রের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্বপ্নদীপের মৃত্যুর জন্য রাজ্য সরকারের দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা জবাবে স্বপ্নদীপের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Exit mobile version