Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বিজেপি জেলা যুবমোর্চার সভাপতির বিরুদ্ধে পোস্টার জেলাশাসক দপ্তরের গেটের সামনে, গোষ্ঠীদ্বন্দ্বের জের,...

বিজেপি জেলা যুবমোর্চার সভাপতির বিরুদ্ধে পোস্টার জেলাশাসক দপ্তরের গেটের সামনে, গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ তৃণমূলের

বিজেপি জেলা যুবমোর্চার সভাপতিকে বহিরাগত, চরিত্রহীন ও তোলাবাজ বলে কোর্ট কম্পাউন্ড এলাকায় জেলাশাসক দপ্তরের সামনে পোস্টার। "শাসকদল বদনাম করছে" দাবি যুবমোর্চার সভাপতি পূরব সামের।

বর্ধমানে জেলাশাসক দপ্তরের গেটের সামনে বিজেপি জেলা যুবমোর্চার সভাপতির বিরুদ্ধে পোস্টার।

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, শনিবার, ১২ আগস্ট ২০২৩, বর্ধমান: ফের পোস্টার রাজনীতি বর্ধমানে। বিজেপি জেলা যুবমোর্চার সভাপতিকে বহিরাগত, চরিত্রহীন ও তোলাবাজ বলে দাবি করে বেনামী পোস্টার বর্ধমানে। যুব মোর্চাকে রক্ষার আহ্বান জানানো হয়েছে রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে। দাবি মানা না হলে ভয়ঙ্কর খেলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে।

বর্ধমান শহরে পোস্টার রাজনীতি নতুন কিছু নয়, তারই মধ্যে শনিবার বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় বিজেপি বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি পূরব ওরফে পিন্টু সাম -এর নামে পড়া এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠতে না পেরে শাসকদল তৃণমূল আমাকে বদনাম করতে অপপ্রচার করছে বলে জানিয়েছে পুরব। তিনি আরও বলেন “ভয়ঙ্কর খেলা হবে এই শব্দটাই বলে দিচ্ছে এটা কারা করছে, কারণ খেলা হবে কাদের শ্লোগান এটা বলার অপেক্ষা রাখে না“।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এর সাথে তৃণমূলের কোন যোগ নেই। পঞ্চায়েত নির্বাচনে শোচনীয় ফল বিজেপির। সেখান থেকেই বিজেপির নিচুতলার কর্মীরা জেলা নেতৃত্বের ওপর ক্ষোভে ফুঁসছে, তারই ফল এটা।

Exit mobile version