Home ক্রাইম বর্ধমানে হাওড়া-অমৃতসর মেলের স্লিপার কোচ থেকে গ্রেপ্তার ‘নকল টিকিট পরীক্ষক’

বর্ধমানে হাওড়া-অমৃতসর মেলের স্লিপার কোচ থেকে গ্রেপ্তার ‘নকল টিকিট পরীক্ষক’

হাওড়া-অমৃতসর মেলের স্লিপার কোচ থেকে গ্রেপ্তার 'নকল টিকিট পরীক্ষক'। ধৃতের বাড়ি বিহারের জামুই জেলায়।

বর্ধমানে হাওড়া-অমৃতসর মেলের স্লিপার কোচ থেকে গ্রেপ্তার 'নকল টিকিট পরীক্ষক'।

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, সোমবার, ১৪ আগস্ট ২০২৩, বর্ধমান: হাওড়া-অমৃতসর মেল -এর স্লিপার কোচ থেকে এক নকল টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করল বর্ধমান আরপিএফ। পরে তাকে জিআরপি -এর হাতে তুলে দেয় আরপিএফ। বর্ধমান আরপিএফ পোস্টের সাব-ইন্সপেক্টর -এর অভিযোগের ভিত্তিতে ভুয়ো পরিচয়ে প্রতারণা ধারায় মামলা রুজু করে বর্ধমান জিআরপি ধৃতকে সোমবার গ্রেপ্তার করে।

ধৃতের নাম মনোজিৎ গোস্বামী। তার বাড়ি বিহারের জামুই জেলায়। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান জিআরপি থানা। তদন্তের প্রয়োজনে ধৃতকে দুই দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

জিআরপি সূত্রে জানা গেছে রবিবার রাতে আপ হাওড়া-অমৃতসর মেল -এর S4 স্লীপার কোচে সাদা পোশাকে টিকিট পরীক্ষা করছিল মনোজিৎ। তার গলায় টিকিট পরীক্ষকের ভুয়ো পরিচয় পত্র ঝুলোনো ছিল। ট্রেনে কর্তব্যরত আরপিএফ -এর সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে নকল পরিচয় ব্যবহার করে প্রতারণার কথা স্বীকার করে নেয় সে। তার কাছে একটি ট্যাব ও মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টিকিট পরীক্ষকের নকল পরিচয় পত্রটিও।

Exit mobile version