Home স্বাস্থ্য ১০২ সরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে

১০২ সরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১১ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: কেন বাড়ছে না বেতন? দীর্ঘদিন ধরে হয়নি ইনক্রিমেন্ট? সঠিক সময়ে বেতন দেওয়া হচ্ছে না? বোনাস কেন দেওয়া হলো না কর্তৃপক্ষ জবাব দাও? বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বিক্ষোভে শামিল হলেন ১০২ অ্যাম্বুলেন্স চালকরা। শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শন নয় কর্ম বিরতির ডাক দিলেন ১০২ অ্যাম্বুলেন্স চালকরা। তারা দীর্ঘক্ষণ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের বিক্ষোভ চালিয়ে যান।

ক্যামেরার মুখোমুখি হয়ে ১০২ অ্যাম্বুলেন্স চালক কবিরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন হয়ে গেলেও ছয় বছরের শুধুমাত্র একবারই আমাদের ইনক্রিমেন্ট হয়েছে। দুর্গা পুজো ও দীপাবলিতে আমরা কোন বোনাস পাইনি। সঠিক সময়েও আমাদের বেতন দেওয়া হয় না। তাই আমরা সমস্ত ১০২ অ্যাম্বুলেন্স চালকরা আজ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলাম। শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শন নয় আজ থেকে আমরা কর্ম বিরতির ডাক দিলাম। কর্তৃপক্ষ যতক্ষণ না আমাদের সাথে কথা বলছে কর্ম বিরতি চালিয়ে যাব। আমরা মানুষকে পরিষেবা দিয়ে থাকি কিন্তু আমাদের বেতনে বৈষম্য করা হচ্ছে”।

Exit mobile version