Home সম্পাদকীয় মা কালীর চার বোনের পুজো বর্ধমানের আমাদপুরে 

মা কালীর চার বোনের পুজো বর্ধমানের আমাদপুরে 

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১১ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গের একমাত্র গ্রাম যা কালী গ্রাম নামে পরিচিত। পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরে আছে মা কালীর চার বোন বড়োমা, মেজোমা, সেজোমা ও ছোটমা এই চার প্রধান দেবী ছাড়াও গ্রামে আরো প্রায় ২৫০ টি মা কালীর পূজা হয়। বাঙালির প্রধান উৎসব দুর্গা পূজা হলে ও কালী পুজাই এই গ্রামের মূল উৎসব।

কারো মতে ১০০০ বছেরে বেশি, কেউ কেউ বলেন প্রায় ৫০০ বছরেরও অধিক সময় ধরে এই গ্রামে পূজিত হয় বলে এই গ্রামের না কালী। এই গ্রামের পূজা ঘিরে রয়েছে একাধিক কাহিনী। এই পূজায় মেজো মা কে সোল মাছের ভোগ থেকে মাংস ও বিভিন্ন সুস্বাদু পদ রান্না করে দেওয়া হয়। পূজার সময় মায়ের মুখের দিকে ইলেকট্রিক জোড়ালো আলো ব্যাবহার করা যায় না, মা পছন্দ করে না বলে জানান একজন।

পূজার মেজো মা ছবি তোলা ও পছন্দ করেন না, যার প্রমান পেয়েছেন অনেকেই। দুর দুরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় এই পূজাতে। দেবীর বিসর্জনে ও কোন ইলেট্রিক আলো ব্যাবহার করা যায় না, বিসর্জন হয় ঘুটের মসাল দিয়ে। এই রকম নানান অজানা কাহিনী জানতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই মা কালীর গ্রামে।

Exit mobile version