Home পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান দুর্গাপুরে মেলার ফুচকা পয়েন্টে ফুচকা খেলেন পঞ্চায়েত মন্ত্রী

দুর্গাপুরে মেলার ফুচকা পয়েন্টে ফুচকা খেলেন পঞ্চায়েত মন্ত্রী

দুর্গাপুরে মেলার ফুচকা পয়েন্টে ফুচকা খাচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪, পশ্চিম বর্ধমান: মেলায় মেলায় চলছে দুর্গাপুর, সেই ডিসেম্বরে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব দিয়ে। তারপরে কল্পতরু মেলা, সৃষ্টিশ্রী মেলা, এবার নাট্য উৎসব। দুর্গাপুরে উদ্বোধন হলো নাট্য উৎসবের। দুর্গাপুরের সৃজনী হলে উদ্বোধন নাট্য উৎসবের। নাট্য উৎসবের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান থেকে যাওয়া রাজ্যের দুই মন্ত্রী শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক পেন্নাবলম, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প, সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিয়েছেন তা অন্য কোন রাজ্য দেয় নি।পশ্চিম বর্ধমান জেলা নাটক চর্চায় বিশেষ স্থান রাখে রাজ্যের মধ্যে”। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুরে নাট্য চর্চার ইতিহাস রয়েছে যা অত্যন্ত গর্বের। এই নাট্য উৎসবে স্থানীয় নাট্য দল ছাড়াও বিখ্যাত নাট্য দলগুলির নাটক মঞ্চস্থ হবে”।

এদিন পঞ্চায়েত মন্ত্রীকে একেবারে অন্য আবহে দেখা যায়। নাট্য উৎসবের উদ্বোধনের পরেই পঞ্চায়েত মন্ত্রী যান সৃষ্টিশ্রী মেলায়। সৃষ্টিশ্রী মেলা ঘুরে ঘুরে তিনি দেখেন, স্টলে স্টলে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে জিজ্ঞাসা করেন তাদের সমস্যার কথা। এরপরেই পঞ্চায়েত মন্ত্রী সটান চলে যান ফুচকা পয়েন্টে। মেলায় সাধারন মানুষ অবাক হয়ে যান পঞ্চায়েত মন্ত্রীকে ফুচকা পয়েন্টে দেখে। তিনি ফুচকা দিতে বলেন, প্রথমে মহিলা বিক্রেতা বেশ হকচকিয়ে যান তারপরেই মন্ত্রীকে ফুচকা দেন। মন্ত্রী বেশ কয়েকটি ফুচকা খান। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আচ্ছা! আমরাও তো সাধারন মানুষ, মেলায় এলে ফুচকা, জিলিপি, পাঁপড় খেতেও তো ইচ্ছা করে। অনেক দিন ফুচকা খাই নি তাই আজকে মেলায় এসে ফুচকা খাবো বলে ঠিক করেছিলাম আর তাই বেশ কয়েকটি ফুচকা খেয়েছি”।

Exit mobile version