Home খেলাধুলা রাজ্যস্তরে খেলায় অংশ গ্রহন করতে ট্রায়াল-মিটের দাবীতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

রাজ্যস্তরে খেলায় অংশ গ্রহন করতে ট্রায়াল-মিটের দাবীতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: রাজ্যস্তরে খেলায় অংশ গ্রহন করতে ট্রায়াল-মিটের দাবীতে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা। তাদের দাবী, “পড়াশোনার সাথে খেলতে চাই, খেলার নামে ছেলেখেলা চলবে না”। মঙ্গলবার জেলা শিক্ষা ভবনের সামনে এই দাবীতে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রী ও অবিভাবকেরা।

তাদের অভিযোগ, আগামী ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে স্টেট স্কুল এথেলেটিক মিট। তার জন্য ১৭ই অক্টোবর ট্রায়াল মিট হবে ঘোষণা করেছিল জেলা বিদ্যালয় ক্রিড়া পর্ষদ। ১৪ই অক্টোবর হঠাৎ ম্যাসেজ করে পর্ষদের পক্ষ থেকে জানানো হয় ১৭ই অক্টোবর ট্রায়াল মিট হচ্ছে না। এই ঘোষণায় হতাশ ও দুশ্চিন্তায় পরেছে পূর্ব বর্ধমান জেলার শখানেক ছাত্র-ছাত্রী।

ছাত্র-ছাত্রীদের আরো অভিযোগ, এই ট্রায়াল মিট না হলে তারা কোন ভাবেই “স্টেট স্কুল এথেলেটিক মিটে” অংশ গ্রহন করতে পারবে না। এতে তাদের ক্রিড়া জীবনে একটা বছর নষ্ট হয়ে যাবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী খেলার জন্য অর্থ সাহায্য থেকে সবরকম সুযোগ সুবিধা দিচ্ছে ক্রিড়াবিদদের, সেখানে জেলা বিদ্যালয় ক্রিড়া পর্ষদের অসহযোগিতায় ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীদের জীবন নষ্ট হতে চলেছে বলে অভিযোগ। অবিলম্বে এই ট্রায়াল মিটের ব্যবস্থা করুক জেলা বিদ্যালয় ক্রিড়া পর্ষদ দাবী ছাত্র-ছাত্রীদের।

Exit mobile version