Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান ইন্ডিয়া বুক অফ রেকর্ডস -এর পক্ষ থেকে সম্মানিত আড়াই বছরের আদিল রহমানের...

ইন্ডিয়া বুক অফ রেকর্ডস -এর পক্ষ থেকে সম্মানিত আড়াই বছরের আদিল রহমানের সাফল্যে গর্বিত মা ও বাবা

ইন্ডিয়া বুক অফ রেকর্ডস -এর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের আড়াই বছরের শিশু আদিল রহমানকে। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: বিভিন্ন জীবজন্তুর নাম, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের নাম, ইংরাজি মাসের নাম, জাতীয় প্রতীক ও বাংলায় বেশ কিছু কবিতার আবৃতি সহ বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস -এর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের আড়াই বছরের শিশু আদিল রহমানকে।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডস -এর পক্ষ থেকে তাকে মেডেল, মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে। ওই শিশুর বাবা ও মা জানিয়েছেন নভেম্বর মাসের শেষ দিকে অনলাইনে ওই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্তানকে। বিভিন্ন বিষয়ে যথাযথ উত্তর দেওয়ার পর তাকে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয় এবং তার মানপত্র মেডেল ও উপহার পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ার এর মাধ্যমে। আড়াই বছরের এই সন্তানের সাফল্যে গর্বিত তার বাবা মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, এবং Youtube)

Exit mobile version