Home রাজনীতি পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার পৌরপিতা আনন্দ দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ১৪ জন...

পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার পৌরপিতা আনন্দ দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ১৪ জন কাউন্সিলরের

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, কালনা: পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার পৌরপিতা আনন্দ দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ১৪ জন কাউন্সিলর এর একটি সম্মিলিত চিঠি বুধবার ইমেইল মারফত DM, SDO ও কালনা পৌরসভায় পাঠালেন কাউন্সিলরা।

উল্লেখ্য কালনা পৌরসভায় ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৭ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। কেবলমাত্র কালনার দু নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী জয়ী হয়েছেন। আর এই ১৭ জনের মধ্যে তিনজন ছাড়া বাকি ১৪ জন কাউন্সিলার পৌরপিতার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে চিঠি দিয়েছেন বুধবার।

এ প্রসঙ্গে বুধবার রাতে কালনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জানান, “এই পৌরপিতার আমলে কাজের গতি দাঁড়িয়ে গিয়েছে, আমরা ঠিক মতন কাজ করতে পারছি না। একই সাথে পৌরপিতা ঠিক সময় অফিসে আসছেন না, যার ফলে মানুষের কাছে আমাদের কথা শুনতে হচ্ছে, সেই কারণেই আজকের এই অনাস্থা”। যদিও এ প্রসঙ্গে বাকি কাউন্সিলরদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই চিঠির ও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।

Exit mobile version