Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বর্ধমান বিশ্ববিদ্যালয় রাতের অন্তকারে ঘোরাফেরা এক মহিলার, সাসপেন্ড ১২ জন নিরাপত্তারক্ষী

বর্ধমান বিশ্ববিদ্যালয় রাতের অন্তকারে ঘোরাফেরা এক মহিলার, সাসপেন্ড ১২ জন নিরাপত্তারক্ষী

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক‍্যাম্পাসের লহর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ১২ জন নিরাপত্তাকর্মীকে সাসপেণ্ড করা হয়েছে ইতিমধ্যে। ওরা খুবই কম মাইনে পান। তবু একটি ভাইরাল ভিডিওতে এক মহিলাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক‍্যাম্পাসের চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই ছবির সাথে মূল ঘটনার কোনো সংযোগ না থাকলেও একটা বার্তা দিতে এই পদক্ষেপ নিতে হলো বলে জানান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র।

প্রসঙ্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহর থেকে ২১শে নভেম্বর মঙ্গলবার এক মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এরপরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। মৃত মহিলার নাম পরিচয় জানা যায়নি। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কিছু মহল থেকে প্রশ্ন উঠেছিল। বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছিল নিরাপত্তার বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক থেকে কর্মচারীদের মধ্যে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এরা সকলেই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী। বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভের মাধ্যমেই এদের নিয়োগ করা হয়। আপাতত বিশ্ববিদ্যালয়ের অনান্য নিরাপত্তা কর্মীদের দিয়ে এদের মধ্যে সাতজনের অতিরিক্ত কাজ করানো হবে।

Exit mobile version