Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান শোষক পোকার আক্রমণে নাজেহাল শস্যগোলা পূর্ব বর্ধমানের কৃষকরা

শোষক পোকার আক্রমণে নাজেহাল শস্যগোলা পূর্ব বর্ধমানের কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ পূর্ব বর্ধমান: ধানের গোলা পূর্ব বর্ধমান, বিভিন্ন ধরনের ধানের পাশাপাশি এখানে খাস ধানের চাষ হয়। এর পোশাকি নাম গোবিন্দভোগ আর এই ধানের বৈশিষ্ট্যই হল এটির গন্ধ। যদিও বর্তমানে অপূর্ব গন্ধযুক্ত এই ধানের চাল বাঙালি সমাজের প্রায় প্রতিটি বাড়িতেই থাকে। কথায় আছে আশায় বাঁচে চাষা, কিন্তু সেই আশায় এবার জল ঢেলে দিয়েছে শোষক পোকা। শোষক পোকার আক্রমণে নাজেহাল শস্যগোলা পূর্ব বর্ধমানের কৃষকরা।

আগে এই সুগন্ধি ধানের খুব ভালো দাম পাওয়া যেত, কিন্তু এখন দাম অনেকটাই কম। আর যেভাবে শোষক পোকা মাঠের পর মাঠ ধানে লেগে গিয়েছে তাতে লাভের মুখ দেখবেন না বলেই মনে করছেন কৃষকরা। চাষীরা দাম পাবেন না বলে জানাচ্ছেন পূর্ব বর্ধমানের বুজরুক দীঘি এলাকারা কৃষক উত্তম দলুই। জেলার বাইরে সারা রাজ্য জুড়ে এই গোবিন্দ ভোগ বা খাস ধান থেকে তৈরি চালের জনপ্রিয়তা ব্যাপক। কেউ কেউ রেঁধে নানারকম পদ এটি দিয়ে তৈরি করেন। এমনকি দক্ষিণ ভারতে গোবিন্দভোগ চালের একটা বড় কদর আছে। পায়েস তৈরিতে অনেকে এটি ব্যবহার করেন। সব মিলিয়ে এর কদর এর গন্ধের কারণে। কিন্তু কদর যতই হোক না কেন, ধানে যেভাবে শোষক পোকা লেগেছে তাতে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। আমনের ফলন ব্যাপক হারে মার খাবে বলে আশঙ্কা করছেন তারা। যার জেরে মাথায় হাত পূর্ব বর্ধমানের কৃষকদের।

Exit mobile version