Home ব্যবসা বাণিজ্য বর্ধমানে তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিলো মুঠিয়া মজদুর সংগঠন

বর্ধমানে তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিলো মুঠিয়া মজদুর সংগঠন

নিজস্ব প্রতিনিধি, সোমবার, ০৯ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বড়ো বাজার নতুনগঞ্জ, আলমগঞ্জ এবং বোরহাট। এই তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিল মুঠিয়া মজদুর সংগঠন। তাদের দাবি বোনাস বাড়াতে হবে, সেই বোনাস না বাড়ানোর জন্য তারা কাজ বন্ধ করে দিয়েছেন। সারাদিনব্যাপী নতুনগঞ্জ গুরপট্টি বাজারে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছেন সমস্ত মুঠিয়া মজদুর কর্মচারীরা।

তাদের দাবি চার থেকে সাড়ে চার হাজার টাকা বোনাস দিতে হবে মালিক কর্তৃপক্ষকে। যদিও এই বিষয়ে মালিক কর্তৃপক্ষ জানান, গত বছর তারা ২৫০০ টাকা বোনাস দিয়েছিলেন। এবারে এক লাফে এত দেয়া যাবে না। আলোচনা সাপেক্ষে বিবেচনা করে বিষয়টি দেখা হবে 12 ঘণ্টার মধ্যে। এবার দেখার বিষয়, শেষমেষ এই আন্দোলন কি রূপ নিতে চলেছে। যদিও মুঠিয়া মজদুররা জানান তাদের দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চালিয়ে যাবেন।

Exit mobile version