Home ব্যবসা বাণিজ্য পূর্ব বর্ধমানে বিকল্প চাষ হিসেবে আখ চাষ করে লাভের মুখ দেখছে চাষিরা

পূর্ব বর্ধমানে বিকল্প চাষ হিসেবে আখ চাষ করে লাভের মুখ দেখছে চাষিরা

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: বিকল্প চাষ হিসেবে আখ চাষ করে লাভের মুখ দেখছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ডাঙ্গাপাড়া, সমুদ্রগড় এলাকার আখ চাষিরা। এদিন এমনটাই জানালেন এক আখ চাষী। একই সাথে এ প্রসঙ্গে কালনা মহকুমার সহকারী কৃষি আধিকারিক ডক্টর পার্থ ঘোষ জানান, “বিকল্প চাষ হিসাবে আমরা আখ চাষের পরামর্শ দিয়ে থাকি, একই সাথে আখ চাষের পাশাপাশি ওই একই জমিতে মুগ চাষও করতে পারেন চাষিরা। প্রতিবছরই লক্ষ্মী পূজার সময় আখের দাম বৃদ্ধি পায়। তেমনি এবার পুজোর সময় আখের সেইরকম দাম না থাকলেও লক্ষ্মী পূজার আগে ৭ থেকে ৮ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে আখ”। চাষিরা জানাচ্ছেন এক বিঘে জমিতে ভালোভাবে আখ চাষ হলে দশ হাজার পিস আখ হয়। একই সাথে আখের পাশাপাশি অন্য ফসল চাষ করা যায়। এই সময় আখ চাষে ভালো দাম পাওয়ায় খুশি আখ চাষিরা।

Exit mobile version