Home ব্যবসা বাণিজ্য বর্ধমানের পারবীরহাটায় অবৈধ তাঁত বাজার বন্ধ করার পর ফের খোলার আশ্বাস চেয়ারম্যানের

বর্ধমানের পারবীরহাটায় অবৈধ তাঁত বাজার বন্ধ করার পর ফের খোলার আশ্বাস চেয়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: এবছর দূর্গাপুজোর ষষ্ঠীর দিন থেকে প্রায় পাঁচ সপ্তাহ ধরে বন্ধ বর্ধমানের পারবীরহাটার তাঁত বাজার।ফলে বিভিন্ন জায়গা থেকে আসা তাঁতিরা সমস‍্যার মধ‍্যে পরেছে। হঠাৎ করেই তাঁত বাজার বন্ধের নির্দেশ দিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। তারপরেই পারবিরহাটা তাঁত বাজার কতৃপক্ষের তরফ থেকে নোটিশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়, “পরিকাঠামো উন্নতির জন‍্য পারবিরহাটা তাঁত বাজার সাময়িকভাবে বন্ধ আছে। লক্ষীপুজার পরে হাটের পরিকাঠামো উন্নতি করে আবার হাট চালু হইবে”।

এই হাট বসতো প্রত‍্যেক সপ্তাহে শুক্রবার করে। শুক্রবার সমস্ত হাটের তাঁতিরা একসাথে হয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের বাড়িতে যায়। সেখানে পরেশ বাবু তাদের দুপুর ২টোর সময় পৌরসভায় দেখা করতে বলেন। আর এরপরেই দুপুরে হাটের সমস্ত তাঁতিরা একত্রিত হয়ে বর্ধমান পৌরসভায় যায়। তাঁতিরা জানান, “পারবিরহাটা তাঁত বাজার হাট যেটা আছে সেটা পুজো থেকে পরিকাঠামোগত কিছু সমস‍্যার জন‍্য বন্ধ হয়ে গেছে। সেই সমস‍্যাটা মিটিয়ে আবার হাট চালু করার জন‍্য আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম। চেয়ারম্যান ও ট্রেড লাইসেন্সের যারা অফিসাররেরা রয়েছেন প্রশাসনিক লোকেরা তাদের সঙ্গে চেয়ারম্যান মিটিং করে আমাদের হাটটাকে সঠিক নিয়মে সুষ্ঠভাবে চালু করার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। আমাদেরকে কিছুদিনের মধ‍্যেই হাটের যে পরিকাঠামোগত যে নকশা এবং যে পারমিশন সেটা দিয়ে দেবেন এবং খুব শীঘ্রই আমরা হাটটা আবার শুরু করবো”।

এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান, “কিছু তাঁতি ওখানকার ব‍্যাবসায়ী, যারা বিনা লাইসেন্সে ব‍্যাবসা করছে, মানুষের জীবন নিয়ে খেলা করছে। তারা চাইছে কাল থেকেই বসবো, আজ থেকেই বসবো। এটাতো পৌরসভার একার হাতে নেই, তাহলে ফায়ারব্রিগেড, পুলিশ সবাইকেই ডাকতে হবে। সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে। তাই আজকে আমার কাছে এসেছিলো। সবাইকে বুঝিয়ে বলে দিয়েছি আপনারা পৌরসভায় আসবেন, কিভাবে ট্রেডলাইসেন্স নিয়ে আইনানুগভাবে জীবনের আশঙ্কা দূর করে আপনাদের রুটি রোজগারের স্বার্থে যাতে ব‍্যাবসা করতে পারেন। আপনারা যতো তারাতারি পরিকাঠামো করতে পারবেন ততো তারাতারি ব‍্যাবসা করতে পারবেন”।

Exit mobile version