Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বর্ধমান রেল স্টেশনে ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙ্গে...

বর্ধমান রেল স্টেশনে ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙ্গে বিপত্তি, মৃত ৩ আহত প্রায় ২৮

নিজস্ব প্রতিনিধি, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: হটাৎ করে বুধবার বেলা ১২টা ১০ মিনিটে বর্ধমান রেল স্টেশনে ২ নম্বর ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙ্গে বিপত্তি। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, আহত প্রায় ২৮ জন। এই দুর্ঘটনা জেরে ব্যাহত হয়ে পড়ে রেল পরিষেবা। দুর্ঘটনায় জখম রেল যাত্রীদের তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাটি ঘটে বর্ধমান রেল স্টেশনের ২ নম্বর ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে। জানা গেছে, বিশাল জলের ট্যাঙ্ক ছিল বর্ধমান স্টেশনের দুই এবং তিন নম্বর প্লাটফর্মের উপরেই। এদিন বেলা ১২ টা ১৫ নাগাদ আচমকই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্ল্যাটফর্মে থাকা বেশ কিছু যাত্রী উপরে। রেল পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি, পুলিস সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, বর্ধমান থানার আই.সি সুখময় চক্রবর্তি। পুলিশ সুপার আমনদীপ জানান, এই দুর্ঘটনার জেরে আহত হয়েছে প্রায় ২৮ জন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। এই মুহূর্তে ঘটনাস্থল এসে হাজির হয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন এই মুহূর্তে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং ঠিক কি কারণে জলের ট্যাংক ভেঙ্গে পড়ল তা খতিয়ে দেখার জন্য একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।

Exit mobile version