Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান অব্যবস্থার অভিযোগ, বর্ধমানের শহরের পারবিরহাটায় একমাত্র বেসরকারি তাঁতহাট বন্ধ করে দিল পুরসভা

অব্যবস্থার অভিযোগ, বর্ধমানের শহরের পারবিরহাটায় একমাত্র বেসরকারি তাঁতহাট বন্ধ করে দিল পুরসভা

নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: অব্যবস্থার অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের সদর শহরের পারবিরহাটায় একমাত্র বেসরকারি তাঁতহাট বন্ধ করে দিল পুরসভা। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, তারা নিয়মে মেনেই চলছেন। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁতহাট বন্ধ করা হল। স্বয়ং পুরপ্রধান পরেশ সরকারের নেতৃত্বে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা এতে অংশ নেন।

পুরপ্রধান জানিয়েছেন, “এখানে একটা দমবন্ধ পরিস্থিতি চলছে, হাজার হাজার লোক ঢুকিয়ে কেনাকাটা চলছে। যে কোনো সময় ঘোরতর বিপদ ঘটতে পারে। এছাড়াও হাট কতৃপক্ষের কাছে পুরসভার ৩২ লক্ষ টাকা বকেয়া রয়েছে। সোমবার সব নথিপত্র নিয়ে তাদের দেখা করতে বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে এই হাট”।

অন্যদিকে মার্কেটের মালিক নেপাল কংসবণিক জানান, “পুরসভা হঠাৎ করে দ্বিগুণ বেশি টাকা চেয়েছে। পুজোর আগে এই সিদ্ধান্তে ব্যবসার চরম ক্ষতি হবে। সাধারণ মানুষ নায্য দামে ভাল জিনিস কিনতে পারবেন না। প্রায় এক দশকের বেশি আগে পারবীরহাটার জমজমাট এলাকায় এই হাট চালু হয়। সমুদ্রগড় সহ জেলার নানা এলাকার রং বাহারি তাঁতবস্ত্র এখানে পাওয়া যায়। বাজারের চেয়ে এখানে দাম অনেকটাই কম থাকে। তাই ক্রেতাদের কাছে এটা বড় আকর্ষণ। বছরভর বিক্রি হলেও পুজোয় ভিড় বাড়ে, প্রচুর মানুষের ভিড় হয়”। নেপালবাবু আরও জানান যে তার দিকে সব ঠিক আছে। তিনি সোমবার কাগজপত্র নিয়ে দেখা করবেন।

Exit mobile version