Home শিক্ষা বর্ধমানে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক র‍্যালি ও অঙ্কন প্রতিযোগিতা

বর্ধমানে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক র‍্যালি ও অঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, শনিবার, ০৭ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ উদযাপন চলছে ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। এই উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচি নিতে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বন দপ্তরের পক্ষ থেকে। শনিবার বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করল বর্ধমান ডিভিশনাল জুয়োলজিক্যাল পার্ক। এই র‍্যালিতে বর্ধমানের দুটি স্কুল অংশ নেয়। পাশাপাশি জুয়োলজিক্যাল পার্ক ঘুরিয়ে পড়ুয়াদের বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা এবং যে সকল প্রাণী পরিবেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সে বিষয়ে বিশেষ পাঠ দিলেন বর্ধমান ডিভিশন ফরেষ্ট রেঞ্জার আব্দুল মাসুদ। এদিন দুটি স্কুলের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। এছারাও এই দুটি স্কুলের পড়ুয়াদের নিয়ে এদিন বন্যাপ্রাণী সংরক্ষণ বিষয়ে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ৭০ জন পড়ুয়ারা অংশগ্রহণ করে এদিন।

Exit mobile version