Home শিক্ষা দীর্ঘদিনের অপেক্ষা শেষ, বর্ধমানের সাধুমতি বালিকা বিদ্যালয়ের নতুন গেট

দীর্ঘদিনের অপেক্ষা শেষ, বর্ধমানের সাধুমতি বালিকা বিদ্যালয়ের নতুন গেট

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: দীর্ঘদিন ধরে বর্ধমান শহরের তিনকোনিয়া গুডশেডরোড এলাকায় একটি প্রাচীন স্কুল বর্ধমান সাধুমতি বালিকা শিক্ষা সদন উচ্চমাধ‍্যমিক বিদ্যালয়টি একটি বড় গেটের অভাবে প্রচারের আড়ালে চলে যাচ্ছিলো ক্রমশ। ঠিক তখনি এলাকার সমাজসেবী গোলাপ সোনকার এবং সোমশুভ্র রায়ের উদ্যোগে এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই গেটটি তৈরি করা হয়।

মঙ্গলবার বিকেলে এই গেটটির প্রবেশদ্বারের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ এলাকার সমাজসেবী গোলাপ সোনকার, সাধুমতি বালিকা শিক্ষা সদন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সোমশুভ্র রায় সহ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা, প্রাক্তন প্রধান শিক্ষিকা সহ স্কুলের অন্যান্য শিক্ষিকা এবং স্কুলের ছাত্রীরা। একই সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।

Exit mobile version