Home শিক্ষা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিতে অব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিতে অব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখালো মঙ্গলবার রাজবাটি ক‍্যাম্পাসে। এদিন ছাত্র ছাত্রীরা জানান “বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২টি হোষ্টেল আছে, প্রত‍্যেকটা হোষ্টেলের অবস্থা খুবই সূচনীয়। বাথরুমগুলোর প‍্যান থেকে জল উঠে আসছে। তাহলে আমরা বাথরুম করবো কোথায়”।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিন:- Click Here

তাদের দাবিগুলি হলো বিশ্ববিদ্যালয়ের হোষ্টেলগুলিতে ড্রেনেজ সিষ্টেমের অব‍্যাবস্থা, ইউজিসি গাইডলাইন মেনে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করা, ছাত্র ছাত্রীদের হোষ্টেলগুলো সংস্কার। এছাড়াও আরও অনান‍্য দাবিতে এদিন বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। তারা আরও জানান বারংবার বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে জানানো হয়েছে তবুও কনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

Exit mobile version