Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উপাচার্যের কাছে ডেপুটেশন ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উপাচার্যের কাছে ডেপুটেশন ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: মঙ্গলবার সকালে গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লহর ‌থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। জানা গেছে মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষিরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দক্ষিণ লহোরে একটি মৃতদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা অন্যান্য নিরাপত্তা কর্মীরা।

মৃতদেহ লহোরের জলে ভাসতে দেখে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ লহরের দক্ষিণ পাড়ের জল থেকে উদ্ধার করে এক অজ্ঞত পরিচয় মহিলার মৃতদেহ। মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশমর্গে পাঠায়। চাঞ্চল‍্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।

এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, “আমরা খবর পাওয়ার সাথে সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থানায় ফোন করে দেহ তোলার ব‍্যাবস্থা করে”। গৌতম বাবু আরও জানান কিভাবে মৃত দেহ এলো তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আরও নিরাপত্তার ব‍্যাবস্থার কথাও বলেন তিনি। তিনি আরও বলেন এই দেহ ভেসে আসার সম্ভবনাও রয়েছে। এদিকে এই বিষয়ে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক‍্যাম্পাসে উপাচার্যের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও কঠোর করতে হবে এবং যে পাচিলগুলো ভেঙে গেছে সেগুলো মেরামতি করার দাবিও রাখেন তারা।

Exit mobile version