Home ক্রাইম Panchayat Elections: গ্রামে অশান্তি ছড়ানো ও ভোটারদের মারধরের অভিযোগে ধৃত ১৪ জনকে...

Panchayat Elections: গ্রামে অশান্তি ছড়ানো ও ভোটারদের মারধরের অভিযোগে ধৃত ১৪ জনকে বর্ধমান আদালতে পেশ করল রায়না থানার পুলিশ

টিএসপি বাংলা ওয়েবডেস্ক: গ্রামে অশান্তি ছড়ানো ও ভোটারদের মারধরের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করল রায়না থানার পুলিশ। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ভোট চলাকালীন তৃনমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীরা বুথ দখল করতে গ্রামে বোমাবাজি করে ও কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ গ্রামবাসীদের। এমনকি বেশ কয়েকজন গ্রামবাসীকে মারধর করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে শনিবার ভোট চলাকালীন রায়নার পলাশন গ্রাম পঞ্চায়েতের মাঠ নুরপুর গ্রামের ১৩৯ নম্বর বুথে অশান্তি ছড়ানো ও ভোটারদের মারধরের অভিযোগে ঘটনাস্থল থেকে ১৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এই ঘটনার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পেশ করে পুলিশ।

Exit mobile version