Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান তৃনমূল কর্মী খুনের ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত বিধায়ক খোকন...

তৃনমূল কর্মী খুনের ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত বিধায়ক খোকন দাস

নিজস্ব প্রতিনিধি, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: গতকাল রাতের অন্ধকারে গরম লোহার রড দিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী শুভাশিষ মহন্তকে। পুরানো শত্রুতার জন্যই এই খুন বলে অভিযোগ মহন্ত পরিবারের। ঘটনাটি বর্ধমান শহরের ১০ নম্বর ওয়ার্ড অফিসার্স কলোনী এলাকায়। এলাকায় সমস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা শুভাশিষের মৃত্যুর খবরে স্তম্ভিত এলাকার বাসিন্দারা, এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

এই খুনে মূল অভিযুক্ত হিসাবে শঙ্কর ঘোষের নামে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী শুভাশিস মহন্তের মা মন্দিরা মহন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সকাল ৯ টা নাগাদ মন্দিরা দেবী জানান, “আমার ছেলে বহু বছর ধরে তৃণমূল কংগ্রেসের পার্টি করতো ১০ নম্বর ওয়ার্ডে। ছেলের জীবনে পার্টি সব কিছু ছিলো। শনিবার রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় শঙ্কর ঘোষের সঙ্গে বচসা হয় এবং শঙ্কর আমার ছেলের কানে লোহার গরম রড ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়”।

শুভাশিষকে তরিঘরি করে রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। বিধায়ক খোকন দাস ও পুলিশ প্রশাসনের কাছে মন্দিরা দেবীর দাবী, “আমার ছেলের খুনিকে দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে”। দেহ আজ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই খবর পাওয়া মাত্রই বর্ধমান মেডিকেল কলেজ মর্গে মৃতর পরিবারের সাথে দেখা করতে গেলেন বিধায়ক খোকন দাস। বিধায়ক খোকন দাস বলেন, “দোষীরা যাতে ধারা পরে তার ব‍্যাবস্থা আমরা করছি”।

Exit mobile version