Home রাজনীতি আসন্ন ছট পুজোয় বর্ধমানের সদরঘাটে নিরাপত্তা প্রস্তুতিতে প্রশাসন ও বিধায়ক

আসন্ন ছট পুজোয় বর্ধমানের সদরঘাটে নিরাপত্তা প্রস্তুতিতে প্রশাসন ও বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, বুধবার , ১৪ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: আসন্ন ছট পুজো উপলক্ষ‍্যে বর্ধমান দামোদরের সদরঘাটে পরিদর্শনে নিরাপত্তা ব‍্যাবস্থা খুটিয়ে দেখতে গেলেন মঙ্গলবার জেলা প্রশাসন সহ বিধায়ক খোকন দাস। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি-২ রাকেশ কুমার চৌধুরী, পৌরসভার আধিকারিকরা সহ অন্যান্যরা। কয়েকদিন পরই ছট পুজোর আনন্দে মাতবে জেলাবাসী। বর্ধমান শহর লাগোয়া নদীঘাট গুলিতে চলবে ছট পুজো।

দামোদরের বিস্তীর্ণ এলাকা থেকে আরম্ভ করে বাঁকা নদীতে চলে এই পুজা অর্চনা। ছটপুজো উপলক্ষে দামোদর নদীর চড়ে লোকসমাগম অনেক বেশী হয়, সঠিক পরিকাঠামো ব্যবস্থা করতে বৈঠক সেরে নেন প্রশাসনিক আধিকারিকরা ও ছটপূজো কমিটি। বিশেষ করে নদীর চড়ে গাড়ি পার্কিং, ওয়াচ-টাওয়ার, বিভিন্ন জায়গায় পর্যাপ্ত লাইট, এম্বুলেন্স ব্যবস্থা এবং সিসি টিভি ক‍্যামেরা বসানো নিয়ে আলোচনা হয় এদিন প‍রিদর্শনে এসে।

Exit mobile version