Home রাজনীতি বর্ধমানে বিজেপির সাংগঠনিক বৈঠকে বগটুইয়ের কান্ড নিয়ে তীব্র কাটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের

বর্ধমানে বিজেপির সাংগঠনিক বৈঠকে বগটুইয়ের কান্ড নিয়ে তীব্র কাটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: দক্ষিণ ২৪ পরগনা জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানের সাংগঠনিক জেলা কার্যালয়ে লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “যা হয়েছে তা নৃশংস ঘটনা। বীরভূমের বগটুইয়ের মতোই এ ঘটনা, সেখানে বাচ্চা মহিলা সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবাই তৃণমূল করে, তৃণমূল তৃণমূলকে মেরেছিল। এখানেও তাই হয়েছে। যারা আক্রান্ত বা যাদের পরিবারের লোক মারা গেছে তারা বিচার পাবেনা। অপরাধীদের কিছুই হবে না, দোষীদের কোন শাস্তি হবে না। আক্রান্ত পরিবার কোনো বিচার পাবে না। তাই আসল মাথা বেরিয়ে আসবে সিবিআই তদন্ত হলে”।

তিনি আরো বলেন, “তোলাবাজি সিন্ডিকেট রাজ করতে করতে এমন অবস্থা হয়েছে প্রকাশ্যে গুলি চলছে। পুড়িয়ে মারা হচ্ছে ঘর বন্ধ করে। যেখানে এত বড় বড় কান্ডে কিছু হয়নি সেখানে সি আই ডি কী করবে? আজ বিরোধীদের আটকানো হচ্ছে, আরো হবে। পরে উনি বা ভাইপো এসে কিছু ঘোষণা করবেন”। ত্রিশ শতাংশের রাজনীতি করতে করতে এই জায়গায় নিয়ে এসেছে বলে দাবি সাংসদের।

Exit mobile version