Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে ভালো রাস্তার দাবি নিয়ে পথে নেমে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর...

পূর্ব বর্ধমানে ভালো রাস্তার দাবি নিয়ে পথে নেমে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর পথ অবরোধ

ভালো রাস্তার দাবি নিয়ে পথ অবরোধে সামিল হতে যাচ্ছে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীরা। পূর্ব বর্ধমান। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: ভালো রাস্তার দাবী নিয়ে পথে নামল শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা। “চলাচলের উপযুক্ত নয় রাস্তা” – এই দাবি নিয়ে দীর্ঘ আধঘন্টা পথ অবরোধ করে এলাকাবাসীরা। অবরোধে সামিল হয় শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীরা। পূর্ব বর্ধমান জেলার হাটকালনা পঞ্চায়েত এলাকার ঘটনা।

হাটকালনা পঞ্চায়েত অন্তর্গত এসটিকে রোড থেকে কোম্পানি ডাঙ্গা দীর্ঘ ২ কিলোমিটার রাস্তা চলাচলের উপযুক্ত নয়। দীর্ঘদিন ধরে জন প্রতিনিধি এবং বিডিও অফিসে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে জানালেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি নিকাশি ব্যবস্থা ভালো নয়, রাস্তা চলাচলের উপযুক্ত নয়। জন প্রতিনিধিরা ভোটের সময় এসে বলেন জিতলেই এই রাস্তা উন্নতি হবে, কিন্তু জেতার পর একই অবস্থা কোন উন্নতি নেই। তাই আজকের এই পথ অবরোধ।

এরপরে যদি রাস্তার সারাই না করা হয় তাহলে এর থেকে বড়সড় আন্দোলনের হুমকি এলাকাবাসীদের। এলাকার জেলা পরিষদের সদস্য আরতি হালদার জানান, “আমার উচিত ছিল এই পথ অবরোধে শামিল হওয়া, কারণ আমি দীর্ঘদিন বলেও আমি এই রাস্তা করাতে পারিনি। জেলা পরিষদের টাকা দেয়ার ক্ষমতা নেই”।

Exit mobile version