Home শিক্ষা বর্ধমানে জেলাশাসক দপ্তরের সামনে ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশনের জমায়েত

বর্ধমানে জেলাশাসক দপ্তরের সামনে ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশনের জমায়েত

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির কালনা, কাটোয়া,‌ ভাতার, মঙ্গলকোট এবং পূর্বস্থলী ব্লক থেকে এই সংস্থার অধীনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পূর্ব বর্ধমান জেলাশাসক দপ্তরের সামনে বেশ কিছু দাবির ভিত্তিতে জমায়েত হন মঙ্গলবার।

তাদের দাবিগুলি হল:-

সরকারি তরফে যে এনও সি রয়েছে সেগুলি অবিলম্বে এই সমস্ত বিদ্যালয়ে লাগু করতে হবে। যাতে সকল শিক্ষক শিক্ষিকারা এই সমস্ত স্কুলগুলিকে টিকিয়ে রাখতে পারে। অত্যন্ত গ্রামাঞ্চলে ছোট ছোট খুদে শিশুরা এই সমস্ত বিদ্যালয়ে পড়াশোনা করে। সরকারের পক্ষ থেকে যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেই সমস্ত নিয়ম কানুন খুব দ্রুত লাগু করা হোক না হলে এই বিদ্যালয়গুলি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে।

Exit mobile version