Home পশ্চিমবঙ্গ মালদা মালদায় ট্রাক মালিকদের সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা

মালদায় ট্রাক মালিকদের সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা

ইংরেজবাজার শহরের সাঁকোপাড়া এলাকার বাণিজ্য ভবনে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এসোসিয়েশনের উদ্যোগে সাংগঠনিক সভা। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিনিধি, বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪, মালদা: পুলিশি হয়রানি, অনলাইনে মামলা দেওয়া এবং দুর্ঘটনার ক্ষেত্রে চালকদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার ও জরিমানার প্রতিবাদ জানিয়ে ট্রাক মালিকদের সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হলো। মঙ্গলবার রাতে ইংরেজবাজার শহরের সাঁকোপাড়া এলাকার বাণিজ্য ভবনে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এসোসিয়েশনের উদ্যোগে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সেখানেই একাধিক সমস্যার বিষয়গুলি তুলে ধরেন সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা।

মালদা জেলার পাশাপাশি মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ট্রাক মালিক সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত হয়েছিলেন। ২৯ জানুয়ারি ৭ দফা দাবির ভিত্তিতে কলকাতার ধর্মতলায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সাংগঠনিক সভায়। সংগঠনের দাবি পূরনের লক্ষে সরকারের উপর চাপ সৃষ্টি করতে আগামী ২৯ জানুয়ারি কলকাতার ধর্মতলা রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাংগঠনিক সভায়। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স এসোসিয়েশনের সভাপতি সুভাষ চন্দ্র বোস, সম্পাদক সজল ঘোষ, মালদা ট্রাক মালিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ শেঠ, সম্পাদক সৌম্য প্রসাদ বোস সহ অন্যান্যরা।

Exit mobile version