Home শিক্ষা Burdwan University: অবশেষে উপাচার্য পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়, নতুন উপাচার্য হলেন গৌতম চন্দ্র

Burdwan University: অবশেষে উপাচার্য পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়, নতুন উপাচার্য হলেন গৌতম চন্দ্র

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য গৌতম চন্দ্রকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরী। ছবি : সংগৃহীত।

টিএসপি বাংলা ওয়েবডেস্ক, সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩, বর্ধমান: রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয় নিয়ে নবান্ন-রাজভবনের বিভিন্ন সময় বাকবিতণ্ডা লক্ষ্য করেছে রাজ্যবাসী। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে উপাচার্য পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে ০১:৪৫ মিনিটে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়ে এলেন গৌতম চন্দ্র।

নতুন উপাচার্য পেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরি এবং সকল অধ্যাপক-অধ্যাপিকারা ছুটে যান নতুন উপাচার্য কে সংবর্ধনা দিতে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করে নতুন উপাচার্য গৌতম চন্দ্র জানান, “বর্ধমান বিশ্ববিদ্যালয় আমার পরিবার, দীর্ঘ ৩৮ বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গভীরভাবে সম্পর্ক রয়েছে। আমি আশা করব বিশ্ববিদ্যালয়ের সকল আধিকারিক এবং অধ্যাপক-অধ্যাপিকারা, সকলে একসঙ্গে মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সকলে কাজ করবেন”।

তিনি আরও বলেন,”বর্ধমান বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে, যেগুলো যত দ্রুত সম্ভব সবাইকে একসঙ্গে নিয়ে সমাধান করব। আলোচনা করে সকলের মতামত নিয়ে আগামী দিনে বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ, সার্বিক উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের সুবিধা, এই সমস্ত বিষয়ের উপর নজর দেয়া হবে”।

Exit mobile version