Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে এক বছর ১১ মাস বয়সে নাম উঠলো ইন্ডিয়া বুক অফ্...

পূর্ব বর্ধমানে এক বছর ১১ মাস বয়সে নাম উঠলো ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডে

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: মাত্র এক বছর ১১ মাস বয়সে নাম তুললো ইন্ডিয়া বুক অফ্ রেকর্ড সে পূর্ব বর্ধমানের আউসগ্রাম জঙ্গলমহল এলাকার এক রতি খুদের। শরীরের বিভিন্ন অঙ্গ এবং ৫০টি ইংরেজি শব্দের বাংলা অর্থ বলতে পারে সে। তার প্রতিভার স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তার বাড়িতে এসে পৌঁছেছে মেডেল ও সার্টিফিকেট। ৫০ টি ইংরেজি শব্দের বাংলা অর্থ বিভিন্ন রং শরীরের পাঁচটি অঙ্গের নাম, দশটি পশুর ডাক নকল, সাতটি জাতীয় প্রতীক চিহ্ন করতে পারে সে। এইরকম একাধিক দক্ষতার কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে নাম উঠেছে আউসগ্রামের এড়াল অঞ্চলের নেউলবাঁধি গ্রামের খুদে ঐন্দ্রি মোহান্ত। বাবা উৎপল মোহান্ত তিনি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান। 

Exit mobile version