Home ক্রাইম বর্ধমানে মৃতদেহ পাচারে ৫ জন গ্ৰেফতার, বর্ধমান জেলা আদালতে পেশ করা হল...

বর্ধমানে মৃতদেহ পাচারে ৫ জন গ্ৰেফতার, বর্ধমান জেলা আদালতে পেশ করা হল অভিযুক্তদের

নিজস্ব প্রতিনিধি, ৯ বৃহস্পতিবার, নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে হাতেনাতে গ্ৰেফতার হলো বর্ধমান থানার পুলিশের কাছে ৫ জন। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫মিনিটে অভিযুক্তদের বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।পুলিশ সূত্রে তাদের নাম জানা যায় অবিনাশ মল্লিক,গৌতম ডোম,নন্দলাল ডোম,সুমন মিত্র,সম্ভু মিত্র।অবিনাশ মল্লিক দার্জিলিং জেলার কালামজ্যোতি গ্রামের বাসিন্দা, গৌতম ডোম বর্ধমান থানার অন্তর্গত সারখানা গলির বাসিন্দা, নন্দলাল ডোম বর্ধমান থানার অন্তর্গত সাধনপুর রোড এলাকার বাসিন্দা, সুমন মিত্র বর্ধমান থানার অন্তর্গত বাবুরবাগ এলাকার বাসিন্দা, শম্ভু মিত্রর বাড়ি এখনো জানা যায়নি। 

ঘটনাটি প্রথম ঘটে বুধবার সাতসকালে, মেডিকেল কলেজের এনাটমি বিভাগের মৃতদেহ রাখার ঘর থেকে তিনটি দেহ লোপাট করা হচ্ছিল মৃতদেহ বহনকারী গাড়িতে করে, কিন্তু পাচারের আগেই কার্যত পর্দা ফাঁস হয়ে যায়। নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তিনটি মৃতদেহ সহ গাড়িটিকে হাতেনাতে ধরা হয়। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ যায় মেডিকেল কলেজে। ঘটনায় জড়িত সন্দেহে মেডিকেল কলেজের চার কর্মী সহ, মৃতদেহ বহনকারী গাড়ির চালককে গ্ৰেফতার করে বদ্ধমান থানার পুলিশ। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মৃতদেহ পাচার করা হচ্ছে এমন খবর  জানতে পেরে তৎপর হয় কর্মীরা।

Exit mobile version