পাপাই সরকার, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা অন্তগত অমরপুর গ্রামে দামোদর নদীর উপর রয়েছে দীর্ঘকায় কাঠের সেতু। বর্ষায় বৃষ্টি বেশি হলে এই কাঠের সেতু ভেঙে যায়, তখন এখানে নৌকো চলাচল করে। এই কাঠের সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার গ্রামবাসী থেকে শুরু করে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এমনকি মোটরসাইকেল ট্রেকার, মারুতি ভ্যান, সবই যাতায়াত করে।
শোনা যায় এখানে বেশ কয়েকবার যাতায়াতের সময় মোটরবাইক সেতু থেকে নিচে পড়ে গেছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই কাঠের পুলটি কংক্রিট সিমেন্টের ঢালাইয়ের ব্রিজ হলে সুবিধা হয়। ওই এলাকার মানুষের বক্তব্য উর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন ও জোৎ শ্রীরাম পঞ্চায়েতকে এবং এলাকার বিধায়কদের জানিয়েও কিছু লাভ হয়নি। তাই স্থানীয় মানুষ থেকে শুরু করে তাদের একটাই দাবি সেতুটি পাকা হোক।