Home স্বাস্থ্য বর্ধমান হাসপাতালে রক্ত সংকট মেটাতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দু-মাস ব‍্যাপি রক্তদান...

বর্ধমান হাসপাতালে রক্ত সংকট মেটাতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দু-মাস ব‍্যাপি রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দু-মাস ব‍্যাপি তিন হাজার রক্তদাতার লক্ষ্যমাত্রা নিয়ে ১২ ই ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ১২ই ডিসেম্বর থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই রক্তদান শিবির। প্রতিদিন ৫০ জন রক্তদাতা রক্ত দান করবেন এই শিবিরে।

পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লক থেকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করবে বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। মূলত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত সংকট মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক অলোক মাঝি, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার তাপস ঘোষ, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ অনান‍্যরা।

Exit mobile version