Home পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে...

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানে

বারাবনি ব্লক অফিস চত্বরে সিপিআইএম কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে আসার সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ।

আসানসোল, টিএসপি বাংলা ওয়েবডেস্ক: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনিতে। শনিবার বারাবনি ব্লক অফিস চত্বরে সিপিআইএম কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে আসার সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসা ও মারামারি শুরু হয়।

“আমরা ডিসিআর কাটতে আসছিলাম সিপিএম পার্টির পক্ষ থেকে। আমাদেরকে পথে তৃণমূল গুন্ডারা আটকেছে এবং মারধর করেছে, যাতে আমরা নমিনেশন দিতে না পারি” দাবি সিপিএমের বারাবনি বিধানসভার এরিয়া কমিটির সম্পাদক তপন দাসের।খবর পেয়ে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

“আমরা নমিনেশন ফাইল করতে আসছিলাম। ঠিক গেটের কাছে তৃণমূলের দুষ্কৃতীরা এমন ভাবে আক্রমণ করল, সবার উপর হামলা জামা ছেড়াছেড়ি, এরিয়া সম্পাদককে সবাই মিলে মেরেছে ধরেছে। আমরা তো চাইছি যে শান্তিপূর্ণভাবে আমরা সবাই নমিনেশন ফাইল করি, লড়াইটা করি। হারজিত পড়ে আছে। কিন্তু লড়াইটা আগে করি, নমিনেশন ফাইলটা আমরা করি। কিন্তু ইনারা আমাদেরকে কিছুতেই নমিনেশন ফাইল করতে দিচ্ছে না, একদম বাধা দিতে আসছে মারধর করছে। কালকেও হয়েছে, কালকে আমাদের পনেরোটা ডিসিআর কাটা হয়েছিল, কালকেও এই অবস্থা গেটের মধ্যে ছিনতাই হয়ে গেছে, কাড়াকাড়ি হয়ে গেছে।” দাবি সিপিএমের।

Exit mobile version