পাপাই সরকার, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, বর্ধমান: বর্ধমানের মত মফঃস্বল শহরের শিল্পীরা যাতে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পায় তার জন্য বর্ধমান দক্ষিন বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে বুধবার থেকে শুরু হতে চলেছে নৃত্য উৎসব। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই নৃত্য উৎসবটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন ৪ টে থেকে এই উৎসবটি শুরু হবে। বাংলা হিন্দি থেকে শুরু করে বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশনে অংশগ্রহন করতে পারবেন নৃত্যশিল্পীরা।
বিধায়ক খোকন দাস মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই নৃত্য উৎসবে অংশগ্রহন করতে ইতিমধ্যেই প্রায় ২ হাজার নৃত্যশিল্পী নাম লিখিয়েছেন এবং ১০৯ টি নৃত্য শেখানোর স্কুল বা প্রতিষ্ঠান ফর্ম নিয়ে গেছে। মূলত বর্ধমান শহর তথা বর্ধমান দক্ষিন বিধানসভা এলাকার ছোট বড় উৎসাহি নৃত্য শিল্পীদের নিয়েই এই নৃত্য উৎসবের আয়োজন হলেও বর্ধমান সংলগ্ন গ্রামাঞ্চলের উৎসাহী নৃত্যশিল্পীদের অনুরোধে তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে।
এই উৎসবে অংশগ্রহন করতে কোনরকম মূল্য লাগবে না, উপরন্তু প্রতিটি নাচের স্কুল বা সংস্থাগুলিকে ১ হাজার টাকা করে খরচ দেওয়া হবে। দর্শকদের জন্যেও থাকছে না কোন প্রবেশমূল্য। বিধায়ক অফিস থেকে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে। প্রতিদিন কলকাতা থেকে বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের নিয়ে এসে নৃত্য উৎসবের আকর্ষন বাড়ানো হবে। উল্লেখ্য, এর আগে বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানে শুরু হয়েছিল সঙ্গীত মেলা। এদিনের সাংবাদিক বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার ইন্তেখাব আলম, স্বীকৃতি হাজরা, নুরুল আলম সহ অন্যান্যরা।