Sunday, May 12, 2024
Homeসংস্কৃতিপূর্ব বর্ধমানে কার্তিক পুজোয় অনুষ্ঠিত হল বাংলার প্রাচীন লোকউৎসব

পূর্ব বর্ধমানে কার্তিক পুজোয় অনুষ্ঠিত হল বাংলার প্রাচীন লোকউৎসব

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: বাংলার লোকউৎসব হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কার্তিক লড়াই। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে কার্তিক পুজো। কাটোয়া শহরের কার্তিক পুজোর পাশাপাশি পানুহাট এলাকায় বড় দুটি কার্তিক পুজো হয়। তার মধ্যে অন্যতম হলো ইয়ংস্টাফ ক্লাবের কার্তিক পুজো। পানুহাট ইয়ংস্টাফ ক্লাবের কার্তিক পুজো এবার ৫৮ বছরে পড়লো।

- Advertisement -

এইবার পুজো মন্ডপের থিম হলো দিল্লির লালকেল্লা। পুজোর বাজেট প্রায় ৫লক্ষ টাকা। সোমবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হলেন পুজো কমিটির সদস্য ও ক্লাব কমিটির সদস্য। এইদিন ফানুস উড়িয়ে আনন্দে মেতে উঠলেন ক্লাবের সদস্য ও পুজো কমিটির সদস্যরা। এইবার নতুন পুজো কমিটির সভাপতি হলেন বাপি সরকার। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সজল দেবনাথ। পুজো মন্ডপ তৈরি করার কাজ চলছে জোর কদমে। পুজো মন্ডপ উদ্বোধন হবে আগামী বৃহস্পতিবার। পুজো মন্ডপ উদ্বোধন উপলক্ষে দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ ও চারা গাছ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কার্তিক পুজো উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হচ্ছে। পুজো উপলক্ষে মেলা বসবে ক্লাবের মাঠে।

- Advertisement -
Sneha Biswas
Sneha Biswashttps://www.tspbangla.com/profile/snehabiswas/
Sneha Biswas is an incident journalist who focuses on local coverage West Bengal. She writes for TSP Bangla and her work has also appeared in Siliguri Journal.
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর