Home পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান বড়শুলে তৃণমূল ও CPI(M)-র সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার...

বড়শুলে তৃণমূল ও CPI(M)-র সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ

দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টিতে আহত উভয় পক্ষেরই বেশ কয়েকজন। সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটে শক্তিগড় থানার ওসির। এই ঘটনায় নয় জনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে তোলা হল আজ।

বড়শুল, ১৩ই জুন, সেখ স্নেহা বিশ্বাস: বড়শুলে তৃণমূল ও সিপিআইএমের সংঘর্ষের ঘটনায় নয় (৯) জনকে গ্রেফতার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়। সরকারি কর্মচারীদের কাজে বাধা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করে মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয় ধৃতদের।

গতকাল বর্ধমান-II ব্লকে সিপিএমের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ সিপিএমের। এরপরে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত হয়ে ওঠে বড়শুল এলাকা। দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টিতে আহত হন উভয় পক্ষেরই বেশ কয়েকজন বলে জানা যায়। সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটে শক্তিগড় থানার ওসির। পাশাপাশি আহত হন আরও দুই (২) পুলিশ কর্মী। এই ঘটনায় নয় (৯) জনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে তোলা হল আজ। অভিযুক্তদের ১৮ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ১৯ জুন পুনরায় তাদের আদালতে পেশ করা হবে।

Exit mobile version