টিএসপি বাংলা ওয়েবডেস্ক, শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩, বর্ধমান: SFI ও TMCP সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের বিবেকানন্দ কলেজ এলাকা। একে অপরের বিরুদ্ধে বাঁশ, লাঠি, রড দিয়ে হামলা চালানোর অভিযোগ। আহত উভয় পক্ষের প্রায় ১৫ জন। পরে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
SFI -এর অভিযোগ শুক্রবার রাত আটটা নাগাদ বাড়ি যাওয়ার সময় বিবেকানন্দ কলেজের গেটের সামনে SFI -এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীর পথ আটকে TMCP -এর প্রায় পনেরো থেকে কুড়ি জনের একটি দল রড, লাঠি ও বাঁশ দিয়ে আক্রমণ চালায়। খবর পেয়ে তাকে বাঁচাতে এসে জখম হন আরও কয়েকজন সিপিএম কর্মী। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

পাল্টা TMCP -এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বরাজ ঘোষের অভিযোগ সন্ধ্যে নাগাদ কলেজ গেটে কলেজের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী চা খাচ্ছিল। সেই সময় অনির্বাণ রায় চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন বহিরাগত চায়ের দোকানে থাকা ছাত্রীদের কুমন্তব্য করে। প্রতিবাদ করলে চায়ের দোকানে থাকা কলেজের ছাত্র-ছাত্রীদের ওপর বাঁশ, রড ও লাঠি নিয়ে চড়াও হয় বহিরাগতরা। জখম হন বেশ কয়েকজন কলেজ ছাত্র। পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত কয়েক ঘণ্টা আগেই ভেরিফিকেশন সহায়তা ক্যাম্প খোলা কে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের মধ্যে বচসা বাধে বর্ধমান রাজ কলেজে। পরে উত্তেজনার সৃষ্টি হয় রাজ কলেজ ক্যাম্পাসে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার পরে এদিন রাতেই আবার বিবেকানন্দ কলেজ এলাকায় সংঘাত দেখা যায় SFI ও TMCP-র মধ্যে।