নিজস্ব প্রতিনিধি, শনিবার, ৪ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: ডিজে বাজানো নিষিদ্ধ করলেন বর্ধমানের কালনার এসডিপিও। কালনা থানার উদ্যোগে কালনার পুরোশ্রী মঞ্চের এনেক্স হলে সামনে আগত দীপাবলি উপলক্ষে কালী পুজোর উদ্যোক্তাদের নিয়ে শনিবার দুপুরে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকে হাজির ছিলেন কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য। তিনি বলেন, “দীপাবলি যেন আলোর উৎসব হয় শব্দের উৎসব না হয়”।
শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, তা যথাযথ ভাবে পালন করতে হবে, একই সাথে ডিজে বাজানো সম্পূর্ণরূপে বন্ধ। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়, বিদ্যুতের লাইনে থেকে অন্তত 10 ফুট দূরে প্যান্ডেল করতে হবে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, কালনা পৌরসভার উপ – পৌরপতি তপন পোড়েল, ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা, উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর এবং ফায়ার ব্রিগেড এর কর্মীরা।