টিএসপি বাংলা ওয়েবডেস্ক, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, আসানসোল: পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদকে নদিয়া জেলার জেলাশাসক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পোন্নাবলম।
১২ সেপ্টেম্বর নবান্ন থেকে এই বদলির নির্দেশিকা জারি করা হয়। সোমবার আসানসোল জেলাশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে এস অরুণ প্রসাদ এস পোন্নাবলমকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এক সাক্ষাৎকারে এস পোন্নাবলম বলেন, তিনি পশ্চিম বর্ধমানের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

পূর্বে এস অরুণ প্রসাদ ২০২১ সালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর আগে শশাঙ্ক শেঠি এই পদে ছিলেন। এদিকে, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের (আড্ডা) সিইও পদে যোগ দিয়েছেন আইএএস আকাঙ্খা ভাস্কর।