নিজস্ব প্রতিনিধি, শনিবার, ৪ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: যাতায়াতের জন্য কাটআউট অথবা সিগন্যাল দাবি করে ১৯ নম্বর বর্ধমানের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম গ্রামবাসীরা। কাজ চলছে ১৯ নাম্বার জাতীয় সড়কে, বাম শরন্যা মোড়ে দীর্ঘদিন ধরে ছিল একটি কাট আউট। রাস্তার ওপারেই রয়েছে শ্মশান, গ্রামবাসীদের দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে সেখানে, সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা ছাড়াও বাম গ্রামে রয়েছে একাধিক স্কুল, হোম, নার্সিং হোম, সরকারি স্বাস্থ্য কেন্দ্র।
গ্রামবাসীদের অভিযোগ রাস্তার ওপারে যেতে হলে যেতে হচ্ছে ঘুর পথে। প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে তবেই পৌঁছাতে পারছেন রাস্তার ওপারে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকটি মানুষ। গ্রামবাসীদের অভিযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে জানানোর পরেও মেলেনি কোন সুরাহা।
এই বিষয় নিয়ে গ্রামবাসীরা হাইকোর্টে আর্জিও জানিয়েছিলেন, কিন্তু তারপরও নির্বাক সমস্ত মহল। কোন উদ্যোগই নিতে দেখা যায়নি তাদের, মেলেনি কোন সদুত্তোর তাদের কাছ থেকে।গ্রামবাসীরা সমস্ত জায়গায় অভিযোগ জানানোর পরেও শুধুমাত্র রিসিভ কপিটি দেওয়া হয়েছে। কিন্তু রিসিভ কপিটি রিসিভ কপিতেই থেকে গেছে, হয়নি কোন কাজ।
অবশেষে শনিবার ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। প্রায় আধ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ, আটকে পড়ে বাস চারচাকা গাড়িসহ যাতায়াতকারী একাধিক যাত্রী। গ্রামবাসীদের দাবি “যাতায়াতের জন্য অন্তত একটি কাট আউট করা হোক এখানে, অথবা করে দেয়া হোক একটি সিগনাল”। গ্রামবাসীরা জানাচ্ছেন তাদের এই দাবি না মানা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।