নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: একটি শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জুড়ে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ১ নম্বর ব্লকের বাজিতপুর এলাকার নলডাঙ্গা গ্রামে। মৃত শিশুটির নাম গোলু হাজরা, বয়স ৩ বছর ছয় মাস। তার বাবা সাহেব হাজরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডাঙ্গার সাহেব হাজরার সাথে বিয়ে হয়েছিল চকচন্দন নিবাসী এক মহিলার সঙ্গে। মহিলার একটি তিন বছর ছয় মাস বয়সী বাচ্চাও ছিল। প্রতিবেশীদের অভিযোগ শিশুটির বাবা সাহেব হাজরা সকাল বেলায় ছেলেকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কাছেই একটি জঙ্গলের মধ্যে শিশুটিকে গলা টিপে হত্যা করে। এরপর শিশুটিকে বাড়িতে নিয়ে এসে তার বাবা বলে যে সে মারা গিয়েছে। কিভাবে মারা গেল শিশুটি জিজ্ঞেস করাতে তার বাবা সাহেব হাজরা উত্তর দেয় শিশুটি নাকি ঘাটে পড়ে গিয়েছিল, সেখানেই মৃত্যু হয় তার। যদিও বিষয়টিকে খুন বলেই মনে করছেন স্থানীয়রা।
তড়িঘড়ি আলমপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই মাধবডিহি থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে পুরো ঘটনাটির তদন্ত করে দেখছে। এ কথা জানান চকচন্দনের বাসিন্দা রহমান শেখ। ইতিমধ্যেই শিশুটির ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে শিশুটির। এমনটাই জানিয়েছেন শিশুটির দাদু শ্যামাপদ কর্মকার।