নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১.১০.২০২৩ এ থানায় একটি খবর আসে। শিয়ালী এলাকায় দামোদর নদের ধারে একটি ছোটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা বাচ্চাটির অভিভাবককে না দেখতে পেয়ে থানায় খবর দেয়। সাথে সাথে রায়না থানার পুলিশ গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসায় ৯ বছরের ছোট বাচ্চাটি জানায় তার নাম পরিচয়। বাবা অপু বিশ্বাস এবং মা দেবস্মিতা বিশ্বাস। বাড়ি নদীয়ার চাকদহ থানার অন্তর্গত নরেন্দ্রপল্লী কদমতলায়। বাচ্চাটি বলে, “রায়নার শিয়ালীর আশ্রমের মহারাজের কথামত তার বাবা তাকে নদীর ধারে ছেড়ে চলে গেছে”। বাচ্চাটিকে থানায় নিয়ে এসে তার মা বাবাকে খবর দেওয়া হয়। কিন্তু তারা বাচ্চাটিকে নিতে অস্বীকার করে। বাচ্চাটিকে বুধবার পূর্ব বর্ধমান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পেশ করা হলে তারা বুধবারই বাচ্চাটিকে সিঙ্গুর হোমে পাঠিয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঐ বাচ্চাটির মা, বাবা এবং দাদুকে বুধবার গ্রেফতার করে।