নিজস্ব প্রতিনিধি, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: ভাতার থানায় কনফারেন্স হল ও ডিজিটাল জেনারেটরের শুভ উদ্বোধনে করলেন পুলিশ সুপার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় ভাতার থানার পুলিশের উদ্যোগে ভাতার থানায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সিসিটিভির কন্ট্রোল রুম সহ কনফারেন্স হল ও ডিজিটাল জেনারেটরের শুভ উদ্বোধন হয়। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার। পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা দেওয়ার লক্ষ্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
প্রায় ২০০ জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি ১৫ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। পাঁচটি হারিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করে মালিকদের হাতে ফেরানো হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ, ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম শাশ্বতী শ্বেতা সামন্ত, সিআই সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস সহ ভাতার থানার কর্তব্যরত পুলিশকর্মীরা।