Home সংস্কৃতি হুল দিবস উপলক্ষ্যে তৃণমূলের আদিবাসী শাখার পক্ষ থেকে বর্ধমানের উৎসব ময়দান থেকে...

হুল দিবস উপলক্ষ্যে তৃণমূলের আদিবাসী শাখার পক্ষ থেকে বর্ধমানের উৎসব ময়দান থেকে কার্জনগেট পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন

টিএসপি বাংলা ওয়েবডেস্ক : তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখার পক্ষ থেকে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় বর্ধমানে শুক্রবার। এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন রাজ্য আদিবাসী শাখার সভাপতি দেবু টুডু। তীর-ধনুক হাতে তুলে নিয়ে এই পদযাত্রাটি বর্ধমানের উৎসব ময়দান থেকে কোর্ট কম্পাউন্ড অবধি অনুষ্ঠিত হয়‌।

img20230630200349

জেলার বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পদযাত্রাটিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে অংশগ্রহণ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পদযাত্রার শেষে বর্ধমান কোর্ট চত্বর এলাকায় সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন রাজ্য আদিবাসী শাখার সভাপতি দেবু টুডু। এছাড়া অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও মাল্যদান করে শ্রদ্ধার্য নিবেদন করেন।

সাঁওতালিতে হুল কথার অর্থ বিদ্রোহ। ১৮৫৫ সালে ৩০ শে জুন সিধু মুর্মু ও কানু মুর্মুর ডাকে ইংরেজদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন সাঁওতাল যুবকরা। প্রায় সাত মাস ধরে চলেছিল এই লড়াই।

ইংরেজদের পাশাপাশি স্থানীয় জমিদার ও মহাজনদের সাঁওতালিদের উপর অত্যাচার ও জুলুমের প্রতিবাদেও তরুণদের রুখে দাঁড়াতে ডাক দিয়েছিলেন সিধু-কানু। শেষ পর্যন্ত প্রায় সাত মাস ধরে যুদ্ধ চলার পর সাঁওতালরা পরাজিত হলেও আত্মসমর্পণ করেনি। বলা ভালো ভারতের স্বাধীনতার ইতিহাসের পথে এক লড়াই নিশানা রেখে গেছে। সেই ঘটনা স্মরণ করেই ৩০ জুন প্রতি বছরই পালিত হয় হুল দিবস। ১৬৮ তম হুল দিবস পালিত হলো এবছর।

Exit mobile version