নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: মৃত্যু হয়েছে বৌমার, কিন্তু আনন্দে নাচ-গান করছেন শ্বশুরমশাই। যেখানে গৃহবধুর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়, সেখানে শ্বশুর মশাই এহেনও আচরণে সকলেই অবাক। গ্রামবাসীদের সন্দেহ হয় ডাইনিতে ধরেছে শ্বশুর মশাই কে। সেই সন্দেহে বেঁধে রাখা হয় তাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম গ্রাম পঞ্চায়েতের জৌগ্রাম উত্তরপাড়ার ঘোষপাড়া এলাকায়। ব্যক্তির নাম সুজয় মান্ডি যিনি কিনা সন্দেহজনক আচরণ করতে শুরু করেন, ফলে বেঁধে রাখা হয় তাকে। ঘটনার খবর পৌঁছে যায় জামালপুর থানার পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং ওই ব্যক্তিকে উদ্ধার করেন। ঠিক কি কারণে এহেন আচরণ করছেন তিনি? বিষয়টি তদন্ত করে দেখছে জামালপুর থানার পুলিশ।
Homeপশ্চিমবঙ্গপূর্ব বর্ধমানপূর্ব বর্ধমানে বৌমার মৃত্যুতে শ্বশুরমশায়ের আনন্দে নাচ-গান, ডাইনি সন্দেহে দড়ি দিয়ে বেঁধে...
পূর্ব বর্ধমানে বৌমার মৃত্যুতে শ্বশুরমশায়ের আনন্দে নাচ-গান, ডাইনি সন্দেহে দড়ি দিয়ে বেঁধে রাখে গ্রামবাসীরা
By Sneha Biswas
- Advertisement -
- Advertisement -
- Tags
- Purba Bardhaman
Sneha Biswashttps://www.tspbangla.com/profile/snehabiswas/
Sneha Biswas is an incident journalist who focuses on local coverage West Bengal. She writes for TSP Bangla and her work has also appeared in Siliguri Journal.
আরও পড়ুন
- Advertisment -