Home রাজনীতি বিধায়ক খোকন দাসের উদ‍্যোগে বর্ধমান থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন তৃনমূল কর্মী-সমর্থকরা

বিধায়ক খোকন দাসের উদ‍্যোগে বর্ধমান থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন তৃনমূল কর্মী-সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, পূর্ব বর্ধমান: ১০০ দিনের বকেয়া টাকা আদায়, আবাস যোজনা প্রকল্পের যে অর্থ বাকি রয়েছে সেই অর্থ প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে দিল্লি চলো কর্মসূচি পালন করেছে রাজ‍্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। এবার রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃনমূল কংগ্রেসের কর্মীসমর্থক এবং যারা ১০০ দিনের কাজের শ্রমীকরা রয়েছেন তারা আজ মহানগরে উপস্থিত হবেন এবং রাজ‍্যপালের দরবারে গিয়ে উপস্থিত হবেন সমবেতভাবে। এদিন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাসের উদ‍্যোগে বর্ধমানের কার্জনগেট থেকে রাজ ভবনের উদ্দ‍্যেশ‍্যে রওনা দিলেন তৃনমূলের কর্মীসমর্থকেরা। বিধায়ক খোকন দাস বলেন, “রাজভবন ঘেরাও অভিযানে বর্ধমান শহর থেকে ২০ টার মতো বাসে তৃনমূলের কর্মীসমর্থকেরা যাচ্ছে”। তিনি আরও বলেন বিজেপি তৃনমূলকে ভয় পাচ্ছে বলে।

Exit mobile version