Sunday, April 28, 2024
Homeরাজনীতিআসন্ন ছট পুজোয় বর্ধমানের সদরঘাটে নিরাপত্তা প্রস্তুতিতে প্রশাসন ও বিধায়ক

আসন্ন ছট পুজোয় বর্ধমানের সদরঘাটে নিরাপত্তা প্রস্তুতিতে প্রশাসন ও বিধায়ক

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বুধবার , ১৪ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: আসন্ন ছট পুজো উপলক্ষ‍্যে বর্ধমান দামোদরের সদরঘাটে পরিদর্শনে নিরাপত্তা ব‍্যাবস্থা খুটিয়ে দেখতে গেলেন মঙ্গলবার জেলা প্রশাসন সহ বিধায়ক খোকন দাস। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি-২ রাকেশ কুমার চৌধুরী, পৌরসভার আধিকারিকরা সহ অন্যান্যরা। কয়েকদিন পরই ছট পুজোর আনন্দে মাতবে জেলাবাসী। বর্ধমান শহর লাগোয়া নদীঘাট গুলিতে চলবে ছট পুজো।

- Advertisement -

দামোদরের বিস্তীর্ণ এলাকা থেকে আরম্ভ করে বাঁকা নদীতে চলে এই পুজা অর্চনা। ছটপুজো উপলক্ষে দামোদর নদীর চড়ে লোকসমাগম অনেক বেশী হয়, সঠিক পরিকাঠামো ব্যবস্থা করতে বৈঠক সেরে নেন প্রশাসনিক আধিকারিকরা ও ছটপূজো কমিটি। বিশেষ করে নদীর চড়ে গাড়ি পার্কিং, ওয়াচ-টাওয়ার, বিভিন্ন জায়গায় পর্যাপ্ত লাইট, এম্বুলেন্স ব্যবস্থা এবং সিসি টিভি ক‍্যামেরা বসানো নিয়ে আলোচনা হয় এদিন প‍রিদর্শনে এসে।

- Advertisement -
Sneha Biswas
Sneha Biswashttps://www.tspbangla.com/profile/snehabiswas/
Sneha Biswas is an incident journalist who focuses on local coverage West Bengal. She writes for TSP Bangla and her work has also appeared in Siliguri Journal.
আরও পড়ুন
- Advertisment -

জনপ্রিয় খবর