Home রাজনীতি DYFI এর ডাকে ইনসাফ যাত্রার সভা থেকে ৭ই জানুয়ারী বিগ্রেডে যাওয়ার আহ্বান...

DYFI এর ডাকে ইনসাফ যাত্রার সভা থেকে ৭ই জানুয়ারী বিগ্রেডে যাওয়ার আহ্বান মীনাক্ষী মুখার্জীর

নিজস্ব প্রতিনিধি, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, পূর্ব বর্ধমান: “বামপন্থীরা একসময় জমিদারদের কাছে থাকা অতিরিক্ত জমি ছিনিয়ে গরীবদের মধ্যে বিলিয়েছিল, কিন্তু বর্তমান রাজ্যসরকার বিডিওদের রাস্তায় নামিয়ে গরীবদের কাছ থেকে জমি দখল করে নিয়ে বড় বড় শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে। সাধারণ মানুষ তাদের ভালো করে পালিশ করে দিচ্ছে। আবার কোন কোন বিধায়ক বলছে বদল নয়, বদলা চাই। আমরা তো কোন বদলা চাই না, শুধু চাই চাল চুরির সিস্টেমের বদল হোক। চাকরি চুরি, শিক্ষিত যুব সমাজের স্বপ্ন চুরি সিস্টেমের বদল হোক”, ডি.ওয়াই.এফ.আই এর ডাকে ইনসাফ যাত্রার সভা থেকে এই মন্তব্য করেন ডি.ওয়াই.এফ.আই এর সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী।

উল্লেখ্য, লোকসভাকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরেই ইনসাফ যাত্রা শুরু করেছে বাম সমর্থিত দলগুলি। লক্ষ্য কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে সমাবেশ। সেই সমাবেশের প্রচারে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। পূর্ব বর্ধমান জেলার সর্বত্র কয়েকদিন ধরে ‌ঘুরে রবিবার বর্ধমান স্টেশনে শেষ হয় এই যাত্রা। এদিন মীনাক্ষী মুখার্জী আরো বলেন, “আমরা রুজি রোজগারের জন্য কারখানা চেয়েছিলাম, চেয়েছিলাম পানাগড়ে সার কারখানা হোক। কিন্তু ওরা তো সারেরই কালোবাজারি করে দিলো। আমরা চেয়েছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শিল্প-কারখানা হোক, আর ওরা কারখানা গুলোই ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলো। রুজি রোজগারের জন্য হাতে পেতে অনুদান না নিয়ে, নিজের অধিকার নিয়ে বাঁচতে গেলে অবশ্যই ৭ই জানুয়ারী বিগ্রেড মাঠে আসতে হবে”।

Exit mobile version